blog image

হেরা গুহার হৃদয় আলোকিত ইতিহাস

জাবালে নূর খ্যাত হেরা পাহাড়ে বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ) এর ইতিহাস

December 11, 2024 By Admin

>> জাবালে নূর
জাবালে নূর সৌদি আরবের মক্কা আল-মুকাররমার অন্যতম একটি ঐতিহাসিক পাহাড় এটি ক্বাবা ঘরের উত্তর-পূর্বে দুই মাইল দূরে অবস্থিত। এটি ঐতিহাসিক গুরুত্ব লাভ করার কারণ হচ্ছেনবী কারীম মুহাম্মদ (সাঃ পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করতেন এবং প্রথম ওহী লাভও করেন এই পাহাড়ে।

এই পর্বতের উচ্চতা ৬৪২ মিটার, এবং এটি ৩৮০ মিটার থেকে তীব্রভাবে নেমে ৫০০ মিটারের স্তরে পৌঁছেছে, এর পাদদেশ কিমি।

>> গুহার অবস্থান পরিধি
হেরা গুহা এত ছোট এর মধ্যকার জায়গা এত কম যে, প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে। স্থানেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্যনমগ্নে নিয়োজিত ছিলেন। যার লম্বায় মিটার আর পাশে ১.৫ মিটার। উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর। যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় হাজার ফুট।

>> প্রথম কুরআন নাজিল
পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় ৬১০ খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিম নাজিল করেন।

>> জীবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ
পাহাড়ের হেরা গুহায় ধন্যমগ্ন থাকা অবস্থায় সর্ব প্রথম হজরত জীবরাইল আলাইহিস সালাম কুরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন-
এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা প্রিয়নীর কাছে আসেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসুল (সাঃ) বলেছেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরশতা তাকে আরও দুইবার পড়ার অনুরোধ করেন, সে দুইবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানালেন আমি পড়তে জানি না।

শেষ পর্যন্ত ফেরেশতা হজরত জীবরাইল আলাইহিস সালাম কুরআনের ৯৬নং সূরার প্রথম আয়াত পড়লেন। ছিল প্রিয় নবীর প্রতি হেরা গুহায় প্রথম ওহি। তিনি শুরু করেছিলেন-
>>
পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন।
>>
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
>>
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু।
>>
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
>>
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

>> নবুয়তের সূচনা
জাবালে নূর খ্যাত এই সেই ঐতিহাসিক গুহা। যেখান থেকে ওহী লাভের মাধ্যমেই প্রথম শুরু হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তি দায়িত্ব পালনের কঠিন জীবনের শুভ সূচনা। কেননা তিনি যখন ওহী নিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন, তখন তাঁর কানে একটি কণ্ঠের আওয়াজ আসে-

হে মুহাম্মাদ! আপনি আল্লাহর নবী আর আমি জীবরাইল।

তিনি পৃথিবীতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনে হলেন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রাসুল।