blog image

মসজিদুল কুবার অজানা কথা

ইসলামে ফজিলতের দিক দিয়ে মসজিদুল কুবার অবস্থান চতুর্থ।

November 26, 2024 By Admin

মসজিদে কুবা বা কুবা মসজিদ (আরবিمسجد قباءসৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ হিজরতের পর মুহাম্মদ সাল্লেলাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন।

ফজিলত মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান ৪র্থ। মক্কার মসজিদে হারামমদিনার মসজিদে নববী এবং জেরুসালেমের মসজিদে আকসার পরই মসজিদে কুবার স্থান।

কুবা মসজিদ সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববীর দক্ষিণ-পশ্চিম কোণ বরাবর প্রায় .২৫ কিলোমিটার দূরে এই মসজিদ অবস্থিত।

পূর্বে মসজিদের আশেপাশেকুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে উঠে, সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয়। কালের পরিক্রমায় এইসূত্রে মসজিদে কুবা নামকরণ হয়।

কুবা মসজিদ বিষয়ে নয়টি "সহিহ আল-বুখারি" হাদিস, তেরোটি "সহীহ মুসলিম", দুটো "সুনানে আবু দাউদ" হাদিস, ছয়টি মালিক ইবনে আনাস হাদিসে এসেছে।

নবীয়ে কারীম মুহাম্মদ (সাঃ) বারবার এই মসজিদে যেতেন এবং এই কুবা মসজিদের বিশেষ গুরুত্বের কথাও বিভিন্ন হাদিসে এসেছে।

উসাইদ ইবনু যুহাইর আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কুবার মসজিদে নামায আদায় করলেউমরা করার সমান নেকী পাওয়া যায়।

সহীহ্ ইবনু মাজাহ-(১৪১১)