tours-img

♦ সুন্দরবন ট্যুর ♦

♦ সুন্দরবন ট্যুরঃ ৩ রাত ২ দিন । ♦ ভ্রমনের ধরন: রিলাক্স ট্যুর ♦ খুলনা - সুন্দরবন - খুলনা
Registration Starts From 26 Nov, 2024
Package Date Approximate From Date 26 Nov, 2024 To 30 Apr, 2025
Itinerary
==============
♦ সম্ভাব্য ট্যুর প্লান:
==============
🔹 প্রথম দিনঃ
------------------
নির্ধারিত দিনে খুলনার জেলখানা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছে হারবাড়িয়া / আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৯/১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔹দ্বিতীয় দিনঃ
------------------
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ। এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি। ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
🔹তৃতীয় দিনঃ
-----------------
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য় খুলনা পৌছাবে আনুমানিক ৪/৫ টায়র দিকে এবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে..!
Accommodation And Food
♦ প্যাকেজে থাকছেঃ
==============
• ৩ দিনের সুন্দরবন ভ্রমণের পারমিশন এবং ফি
• প্রতিদিন ৫ বেলা খাবার
• ২ রাত শীপে রাত্রিযাপন
• আর্মস গার্ড
• দক্ষ গাইড
• জঙ্গল সাফারি
• ক্যানেল ক্রুজ
• আলাদা আলাদা শীপে আলাদা আলাদা সন্ধ্যাকালিন আয়োজন
Pricing
♦ প্যাকেজ প্রাইসঃ
==============
নন এসি – ৭৫০০ – ১০০০০ টাকা
এসি – ১৩০০০- ২২০০০ টাকা

♦ বুকিং এর নিয়মঃ
===============
🔹 Bkash - 01676681854 (personal)
🔹 নগদ - 01676681854 (personal)
এসএমএসে জানিয়ে দিতে পারেন আপনার বুকিং এর ব্যাপারে।
Benefits And Conditions
♦ ভ্রমণের স্থানঃ
==============
১। আন্দারমানিক / হাড়বাড়িয়া
২। কটকা।
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। কচিখালি / হিরন পয়েন্ট
৬। ডিমের চর/ দুবলার চর
৭। করমজল

♦ নিরাপত্তাঃ
--------------
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
-------------------------------------------------------------
♦ কনফার্মেশন এর জন্য করণীয়:
========================
আপনি যদি এই ট্রীপে যেতে আগ্রহী হন তাহলে কনফার্ম করার জন্য "Going" অপশনে ক্লিক করে, আগামী ২২ সেপ্টেম্বর রাতের মধ্যে ১০২০ টাকা (অফেরত যোগ্য) বিকাশ / নগদ করতে হবে। আর যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তারা ইন্টারেস্টেড(interested) অপশনে ক্লিক করে রাখতে পারেন,তাহলেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
***মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
======================
♦ ক্যান্সেল এবং রিফান্ড পলিসি
======================
----------------------
🔹ক্যান্সেল পলিসিঃ
----------------------
- সময়ের মধ্যে ক্যান্সেল করলে ক্যান্সেলের সময়ের নিয়ম মাফিক সকল টাকা পরিশোধ করতে প্রতিষ্ঠান বাধ্য থাকবে এবং ক্যান্সেল করতে বাধ্য থাকবে।
- ইমেইল অথবা যে কোন ভাবে ম্যাসেজের মাধ্যমে বিস্তারিত লিখে ক্যান্সেল নিশ্চিত করতে হবে। মৌখিক ভাবে কোন ক্যান্সেল গ্রহণযোগ্য হবে না।
- অথবা অফিসে সরাসরি এসে ক্যান্সেল করতে পারবেন।
- নিয়মতান্ত্রিক ভাবে ক্যান্সেল ছাড়া অথবা সময়ের পরে ক্যান্সেল করলে সেই ক্যান্সেলের জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে না।
---------------------
🔹রিফান্ড পলিসিঃ
---------------------
- ফুল রিফান্ডঃ ভ্রমণের ৩০ দিন পূর্বে ক্যান্সেল করলে।
- ৭৫% রিফান্ডঃ ভ্রমণের ২১-২৯ দিন পূর্বে ক্যান্সেল করলে।
- ৫০% রিফান্ডঃ ভ্রমণের ০৮-২০ দিন পূর্বে ক্যান্সেল করলে।
- ০% রিফান্ডঃ ভ্রমণের ৭ দিন পূর্বে ক্যান্সেল করলে।
*** ক্যান্সেল করার ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠান ক্যান্সেলের টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে।